বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আই আই ইউ সি শিক্ষক নোমান হাসানের পিএইচডি ডিগ্রি লাভ

আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নোমান হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে তাঁকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তাঁর পিএইচডি ডিগ্রির থিসিসের বিষয় ছিলো : ” Impressive Miracals of the Holy Qur’an: Present and Past ” সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১২৬তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ২৫৯তম সিন্ডিকেট সভায় তাঁকে এই সর্বোচ্চ ডিগ্রি অনুমোদন দেয়। এর আগে গত ২০১৪ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি সমাপ্ত করেন। ড. মুহাম্মদ নোমান হাসান ২০০৯ সালে সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারও আগে আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে প্রথম বিভাগে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ইতোমধ্যে দেশে-বিদেশে বিভিন্ন জার্নালে তার একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। ড. মুহাম্মদ নোমান হাসান ১৯৮৩ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি বারেক চৌধুরীপাড়ার এক সম্ভ্রান্ত পরবিারে জন্ম গ্রহণকরেন। তাঁর পিতা মরহুম মুহাম্মদ হাসান চৌধুরী ও মাতা মরহুমা ফরিদা বেগম। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn