বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আলাদা হয়ে যাওয়ার ঘোষণা পপ তারকা শাকিরা এবং পিকে

গত বছরের জুনে এক যৌথ বিবৃতিতে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন ৪৫ বছর বয়সী পপ তারকা শাকিরা এবং ৩৫ বছর বয়সী স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকে।
পিকে-শাকিরা ২০১১ সালের মার্চে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন। তাদের মিলান (১০) ও শাশা (৭) নামের দুই সন্তান রয়েছে। ক্লারা চিয়া মার্তির কারণে পিকে-শাকিরার ১০ বছরের সম্পর্ক ভাঙে। দুজনের সম্পর্ক এখন অনেকটাই এগিয়েছে। শাকিরাও নিজের মতোই ব্যস্ত।
পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন অবসাদে ভুগেছেন শাকিরা। মাঝে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে তার সম্পর্কের জল্পনা শুরু হলেও পরে সেই জল্পনায় জল ঢেলে এফওয়ান রেসার লুইস হ্যামিলটনের প্রেমে মজেছেন পপ তারকা।
এদিকে বর্তমান প্রেমিকা ক্লারা চিয়ার সঙ্গে খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন জেরার্ড পিকে।
সম্প্রতি একাধিক নামী দোকানে নাকি বাগদানের আংটি পছন্দ করতেও দেখা গেছে পিকে ও ক্লারাকে।
ফুটবল তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, শাকিরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ফের সংসার করতে আগ্রহী পিকে। যদিও শাকিরার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পরেও বিয়ে করেননি তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn