চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যবাহী ফতেনগর গ্রামের ধর্মপ্রাণ ধার্মীক উপাসক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষক, প্রয়াত মানবেন্দ্র লাল বড়ুয়া ও পুণ্যশীলা উপাসিকা প্রয়াতা দীপ্তিময়ী বড়ুয়া’র কনিষ্ঠ পুত্র এবং দৈনিক আনন্দ বার্তা পত্রিকা ও আনন্দ বাংলা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক, বাবু বিদ্যুৎ বরণ বড়ুয়া’র ছোট ভাই, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, নির্ভীক সমাজ কর্মী, বাবু সজল কান্তি বড়ুয়া (কাবু)’র আকস্মিক অকাল মৃত্যু।
তিনি মীরসরাই বিএসআরএম কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে ৫০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী জয়া বড়ুয়া, এক মেয়ে প্রত্যাশা বড়ুয়া, একমাত্র ছেলে প্রাঞ্জল বড়ুয়া প্রীতমসহ অনেক শুভকাঙ্খি পৃথিবীতে রেখে যান।
তাঁর প্রয়াণে সকলেই শোকাহত। প্রয়াতের পারলৌকিক সুখ-শান্তি ও সদ্গতি কামনায় পুণ্যদানে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ মহতি সংঘদান অনুষ্ঠান,শনিবার (১৭ জুন) দুপুরে তার মেজ ভাইয়ের বাড়ি মানবেন্দ্র ও দীপ্তি কুঠিরে অষ্টপরিস্কার সহ মহতি সংঘদান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন উত্তর সুনিতী বিহারের অধ্যক্ষ দেবানন্দ মহাস্থবির, সোমানন্দ মহাস্থবির, তিলকানন্দ স্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ প্রাক্তন সাধারণ সম্পাদক ও উত্তর হাসিমপুর বন বিহারে নবরূপকার অধ্যক্ষ এবং দৈনিক আনন্দ বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক প্রজ্ঞানন্দ স্থবির। বিশেষ সদ্ধর্মদেশক
পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মদূত ড.সুমনপ্রিয় স্থবির, মৈত্রীপাল স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, কে জ্যোতিমিত্র স্থবির, লোকরত্ন স্থবির,বোধিপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞাশ্রাদ্ধা ভিক্ষু সহ আরো অনেকে ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্ধোধন করেন দক্ষিণ সুনিতী বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার স্থবির,পঞ্চশীল প্রার্থনা করেন অনুতোষ বড়ুয়া প্রমুখ। পরিবারের পক্ষে থেকে মহান পূজনীয় ভিক্ষু সংঘসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই মেজ ভাই বাবু বিদ্যুৎ বরণ বড়ুয়া। দুপুরে সংঘদান শেষে সকলে প্রয়াত সজল কান্তি বড়ুয়া পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন এবং উপস্থিত মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতীস্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।