কৃষি ও অন্যান্য ফসলি জমির টপ সয়েল (জমির মাটির উপরের অংশ) কাটলে দুই বছর জেল খাটতে হবে। এছাড়া ভূমি সংক্রান্ত প্রতারণা, জালিয়াতি, অবৈধভাবে ভূমি দখল করলে, মিথ্যা তথ্য দিয়ে একজনের জমি আরেকজন দলিল করে নিলে দুই থেকে সাত বছরের জেল খাটতে হবে। এমন বিধান রেখে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে মন্ত্রিসভা বৈঠকের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘বিদ্যমান আইনে এ সংক্রান্ত পদক্ষেপ নিতে গেলে যন্ত্রপাতি জব্দ করতে জটিলতা ছিল। নতুন এ প্রস্তাবিত আইনটি পাস হলে সেই সমস্যা থাকবে না।’
মাহবুব হোসেন জানান, আজকের মন্ত্রিসভায় তিনটি আইনের খসড়া ও দুইটি নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে একদিনের (২৭ জুন) বাড়তি ছুটি মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।