বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চন্দনাইশ প্রয়াত বিজয় বড়ুয়ার অনিত্যসভা অনুষ্ঠিত

চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যবাহী দক্ষিণ হাশিমপুর গ্রামের বিজয়ারাম বিহারের ধার্মীক উপাসক, ব্রহ্মতুল্য পিতা প্রয়াত সুসেন বড়ুয়া ও প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার ২য় পুত্র, বিশিষ্ট সমাজসেবী ও বিজয়ারাম বিহারের সহ-সভাপতি বিজয় বড়ুয়ার প্রয়াণে তার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় আজ ১৮ জুন বিকেলে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনিত্য সভায় সভাপতিত্ব করেন জামিজুরী সুমনাচার বিদর্শনারাম’র বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির। এতে প্রধান জ্ঞাতী ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাস্থবির, আশীর্বাদক ছিলেন চন্দনাইশের জম্মজাত বর্ষিয়ান সংঘপুরুষ রেবতপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ’র সভাপতি ও চরবরমা সুগত বিহারের নবরূপকার অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মদূত ড.সুমনপ্রিয় স্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন দক্ষিণ জোয়ারা পরমানন্দ বিহারের অধ্যক্ষ কে. জ্যোতিমিত্র স্থবির, পূর্ব হাশিমপুর নবরত্ন বিহারের অধ্যক্ষ রত্নানন্দ স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, মধ্যম হাছনদন্ডি পুষ্পরাম বিহারের অধ্যক্ষ সোমানন্দ ভিক্ষু, বৈলতলী আম্রপালি বিহারের অধ্যক্ষ প্রিয়মিত্র ভিক্ষু। অনিত্য সভার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু করেন দক্ষিণ হাশিমপুর বিজয়ারাম বিহারের অধ্যক্ষ সুমেধসেন ভিক্ষু, গাছবাড়িয়া অমিতাভ বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, সুচিয়া সুখানন্দ বিহারের অন্তেবাসী রুপানন্দ ভিক্ষু, মধ্যম হাশিমপুর সুনন্দারামের অধ্যক্ষ মৈত্রীজ্যোতি ভিক্ষু প্রমুখ। এছাড়া উক্ত অনিত্য সভায় আরো বহু গুনী ভিক্ষু সংঘ ও সুধীজন উপস্থিত ছিলেন।অনিত্য সভা শেষে প্রয়াত বিজয় বড়ুয়া’র শেষকৃত্য সম্পন্ন হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn