বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধ ও প্রগতির ধারায় বিকল্প শক্তি গড়ে তোলার আহবান

বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির পথসভা বক্তারা
মুক্তিযুদ্ধ ও প্রগতির ধারায় বিকল্প শক্তি গড়ে তোলার আহবান
অভিলম্বে কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মান, কালুঘাট টিকে পেপার মিল থেকে টেঙ্ঘর হয়ে মিলিটারীপুল পর্যন্ত বেড়ীবাঁধ কাম সড়ক নির্মান,দাম কমাও জান বাঁচাও, লোডশেডিং , সিন্ডিকেটবাজি বন্ধ,গ্রামে গঞ্জে রেশনিং ব্যবস্থা চালুর দাবীতে উপজেলার ৬ টি পয়েন্টে পথ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা।
শুক্রবার (১৬ জুন) বিকাল ৪ টায় কালুরঘাট থেকে শুরু হয়ে গোমদন্ডী ফুলতল,শাকপুরা, বেঙ্গুরাবাজার ও জোটপুকুর পাড় হয়ে কানুনগোপাড়া বাজারে পথসভা শেষ হয়।
পথসভা সমুহে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ,কমরেড মোহাম্মদ আলী, কমরেড নজরুল ইসলাম আজাদ,ডা. অসীম কুমার চৌধুরী, মহিব উল্লাহ খান,সেহাব উদ্দিন সাইফু,শৈবাল আদিত্য, অনুপম বড়–য়া পারু, ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার,সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন,রুপন দাশ, ছাত্র নেতা হিমেল চৌধুরী প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, উন্নয়ন আর মেঘা প্রজেক্টের নামে দেশে চলছে ব্যাপক দুর্নীতি, লুটপাট,আর বিদেশে অর্থ পাচার, বিধ্বস্থ হয়ে পড়েছে অর্থনীতি। প্রহসনে পরিনত হয়েছে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা। দ্রব্যমুল্য , লোডশেডিং আর সামাজিক নৈরাঝ্যে জনজীবন বিপর্যস্ত।ক্ষমতা নিয়ে দুই দলের কামড়া কামড়িতে মানুষ আতঙ্কিত। ধর্মের নামে সাম্প্রদায়িক শক্তি সহিংসতার সুযোগ খুজছে। এমতাবস্থায় দেশ বাঁচাতে দুই দলের বাইরে মুক্তিযুদ্ধ ও প্রগতির ধারায় বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানান বক্তারা।
ছবির ক্যাপশন: বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn