কন্যা ইলহামের জন্য অভিনয় বিরতিতে আছেন নুসরাত ইমরোজ তিশা। মাঝে তাঁকে দেখা গেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণার কাজে। আসছে ঈদে আইস্ক্রিনে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘রক্তজবা’। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ।
তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার সিনেমাটি ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে যে কেউ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন থেকে উপভোগ করতে পারবেন। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হতে থাকে নানা রহস্য।
তিশা ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবীশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, অপু প্রমুখ।
Post Views: ১০৭