স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশের নির্বাচন ব্যবস্থা শতভাগ ত্রুটিমুক্ত নয়। আমাদের নির্বাচন ব্যবস্থার দোষত্রুটি আমরাই সংশোধন করব। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলুষিত করার জন্য আওয়ামী লীগ নয়, বিএনপিই দায়ী।’
তিনি বলেন, ‘আদালতের রায়ে এ ব্যবস্থায় ফিরে যাওয়ার আর সুযোগ নেই। তাই সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।’ তিনি শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সুশীল সমাজ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তারা সরকারের সাফল্য দেখেও না দেখার ভান করে সমালোচনা করে যাচ্ছে। যদিও তাদের বিরোধিতা জনগণ আমলে নিচ্ছে না।’
তিনি বৃহত্তর কুমিল্লার উন্নয়নে ২৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে বলেন, সিটি কর্পোরেশনের অধীনে বিগত সময়ে ১৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার সোলায়মান, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, উপজেলার বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।