বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুরকৌশল বিভাগের ৪৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের ৪৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা ১৮ জুন, ২০২৩ ক্রি: তারিখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম। চুয়েট কেন্দ্রিয় অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল করিম এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওমর ইমাম। স্বাগত বক্তব্য রাখেন ‘১৭ ব্যাচের কোর্স কোঅর্ডিনেটর এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব আজম খান।
সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের প্রভাষক জনাব সাবিকুন নাহার নিলু। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন জনাব সাফকাত আর রুম্মান, মো: সাখাওয়াত হোসেন, শ্রেয়সী ঘোষ, মো: আশরাফ খান। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন রয়েল সিমেন্ট এর ডিজিএম জনাব দাউদ করিম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn