নিজ শ্রমে গরুর খামার ব্যবসায় দৃষ্টান্ত স্থাপন করেছেন কুষ্টিয়া সদর উপজেলার ১৬ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরকারের ছেলে সাংবাদিক চাঁদ আলী তিনি একজন সফল খামারি। চলমান উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারিত্বের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিগত ২০১৯ সালের প্রথম দিকে ‘জেরিন ফার্ম’ গড়ে তোলে চারটি গরু পালন শুরু করেন তিনি। পাশাপাশি সাংবাদিকতা করে থাকেন। চাঁদ আলী প্রতি বছরই ঈদুল আযহার আগে নিজেদের খামারে পালন করা বিভিন্ন প্রজাতির ষাড় বিক্রি করে আয় করে থাকেন। বিগত কয়েক বছর ধরে নিজ খামারে পালন করা গরু বিক্রি করে এখন সফল ব্যবসায়ীদের একজন তিনি। চাঁদ আলী জানান, সাংবাদিকতার পাশাপাশি নিজস্ব অর্থায়নে নিজ বাড়ির পাশে আধা পাকা টিনসেট ঘরের খামারে গরু পালন শুরু করেন তিনি। প্রতিদিন তার খামারে কাঁচাঘাস ও খরকুটো ছাড়াও গরুর খাদ্য বাবদ আরো ১/২ হাজার টাকা খরচ হয়। খামার পরিচালনায় নিজ শ্রমের পাশাপাশি তার স্ত্রী শ্রম দিয়ে থাকে। অন্যদিকে নিজের তদারকিতে গরু লালন পালন করার তৃপ্তিই অন্যরকম। স্থানীয়রা জানান, সাংবাদিক চাঁদ আলী গরুর খামারে গরু মোটাতাজা করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন সাংবাদিক হয়েও নিজের খামারে শ্রম দিয়ে যাচ্ছেন।