বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

নরসিংদী রায়পুরা উপজেলায় অটোরিকশা চুরির অপবাদে রুবেল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সংগে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে মুছাপুর দাইরেরপাড় রশিদ মিয়ার ছেলে আরমান ও তার লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার দুপুরে তিন-চারজন অজ্ঞাতসহ সাতজনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী রুবেলের ভাই।

এর আগে (৯ জুন) শুক্রবার ভোর চারটার দিকে রায়পুরা উপজেলার মুছাপুর দাইড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলাউদ্দিন এর ছেলে রুবেল মিয়া, গুরুত্ব অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসাধীন রয়েছে, রুবেল বলেন আমি অটোরিকশা চুরি করি নাই। সন্দেহ করে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে বেঁধে মারধর করা হয়েছে । আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, রশিদ মিয়ার ছেলে আরমান (২৮),তাহের মিয়ার ছেলে আক্তার(৩৭) হোরন আলীর ছেলে এনামুল(৩৪), হাসিম মিয়ার ছেলে নয়ন (৩০) হোরন আলীর ছেলে আতাবুর (৩৪) হোসেনের ছেলে আঞ্জু মিয়া (৩৩) হাসিম মিয়ার ছেলে সাগর (২৯)।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, রায়পুরা উপজেলার মুছাপুর দাইড়ের পাড় গ্রামের আরমানের বাড়ি থেকে গত ৯ জুন (শুক্রবার ) রাতে একটি অটোরিকশা চুরি হয়ে যায়। এ ঘটনায় তারা রুবেলকে সন্দেহ করেন।

চুরি যাওয়া অটোরিকশা মালিক আরমান মিয়ার স্ত্রী জান্নাত বেগম বলেন, আমার স্বামীর অটোরিকশা চুরি করে নিয়ে যাই রুবেল ও তার সহযোগী আরো দুইজন, রুবেলকে দরে আনার পর আমরা কেউ কিছু করিনি এলাকার লোকজন মারধর করেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn