দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাৎকারী
দুর্নীতিবাজ কাজী মোহাম্মদ হোসেন আহমদকে
গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
আজ ১০ জুন সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোহাম্মদ হোসেন আহমদকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুর্নীতি বিরোধী নাগরিক সমাজ ও চন্দনাইশস্থ দক্ষিন গাছবাড়ীয়া সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি বিরোধী নাগরিক সমাজ-এর সভাপতি, বাপসা’র কেন্দ্রীয় সদস্য আব্দুল শুক্কুর সায়েম। বাপসা’র দক্ষিণ জেলার সদস্য মোহাম্মদ জাবেদুল ইসলামের পরিচালনায় এ মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুবিনাস’র প্রধান উপদেষ্টা আইনবিদ ব্যারিস্টার ফারুক উদ্দিন চৌধুরী বলেন, ‘উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোহাম্মদ হোসেন আহমদ কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে ডিসি অফিস কর্তৃক ৫০ হাজার টাকার প্রথম কিস্তি নিজ নামে ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন ও আত্মসাৎ করে। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাটের কথা বলে স্থানীয় সাংসদ থেকে ৩ টন বরাদ্দ পাওয়া চাউল কমিটির কাউকে না জানিয়ে বিক্রি করে দেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই দুর্নীতিবাজ কাজী মোহাম্মদ হোসেন আহমদকে গ্রেপ্তার করা না হলে আমরণ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’ সমাবেশে বক্তারা বলেন, আমরা ইতিমধ্যে অর্থ আত্মসাৎকারী কাজী মোহাম্মদ হোসেন আহমদের বিরুদ্ধে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান, শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বরাবরে গ্রেপ্তার ও শাস্তির দাবি করে আবেদন করেছি। তৎপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্তে উক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে যা চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ের সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দু:খজনকভাবে এ ব্যাপারে রহস্যজনকভাবে কালক্ষেপন করা হচ্ছে এবং দুর্নীতিবাজ সভাপতি মোহাম্মদ হোসেন আহমদ বহাল তবিয়তে থেকে তার দুর্নীতি চালিয়ে যাচ্ছে। সমাবেশে প্রধান বক্তা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) – এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাপসা’র কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জানে আলম তার বক্তব্যে বলেন, এভাবে চলতে থাকলে দেশ ও জাতিসহ শিক্ষার মেরুদন্ড অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমরা সরকারের নিকট দাবী জানাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. তৌহিদ, মো. খোকা, মো. জাবেদ, মো. আবু সৈয়দ, উম্মে হাবিবা, মো. আরমান, শিশু মিফতাহুল জান্নাত, মো. বেলাল উদ্দিন, গোফরানুল হক খোকা, মহিউদ্দিন খোকন, মো. রিয়াজ উদ্দিন, জমির উদ্দিন সাগর, সাজ্জাদ হোসেন বিশ্বাস প্রমুখ। সভাপতির বক্তব্যে আবদুল শুক্কুর সায়েম বলেন, উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার তদন্ত করে সংশ্লিষ্ট দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া স্বত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন আজ পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা এই দুর্নীতিবাজ প্রশাসনের কর্মকান্ডেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।