বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোতোয়ালিতে  র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের সক্রীয় ৫ সদস্য গ্রেফতার

নগরীর কোতোয়ালি এলাকা হতে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি কালে Teen Squad কিশোর গ্যাং গ্রুপের সক্রীয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৮ জুন) কোতয়ালী থানাধীন কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে নিভৃত স্থানে সমবেত এমন খবরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যের রাহি উদ্দিন রহমান নিশান (১৭), রবিউল হাসান(১৭), শাহিনুজ্জামান মাসুম(১৭), তাফহিম মোঃ মারুফ (১৬), আবরার মুনতাসির আদনান(১৪) কে গ্রেফতার করে।

আকটকৃত আসামীদের দেহ তল্লাশী করে ধারালো ২টি স্টীলের চাকু উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭।

র‌্যাব জানায়, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় দৃষ্কৃতিকারী কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে নিভৃত স্থানে সমবেত হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ৮ জুন অভিযান পরিচালনা করে “Teen Squad” কিশোর গ্যাং গ্রুপের সক্রীয় সদস্য রাহি উদ্দিন রহমান নিশান (১৭), রবিউল হাসান(১৭), শাহিনুজ্জামান মাসুম(১৭), তাফহিম মোঃ মারুফ (১৬), আবরার মুনতাসির আদনান(১৪), আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীরা জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, তারা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডের নিমিত্তে একত্রিত হয়েছিল।

র‌্যাব আরোও জানায় “Teen Squad” কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও এই গ্যাং এর সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে তথ্য পায় র‌্যাব।

র‌্যাব -৭ সহকারী মিডিয়া পরিচালক নূরুল আবছার জানান, “Teen Squad” কিশোর গ্যাং নামক গ্রুপটির ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn