বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন

আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট নেয়া হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শেষে এসব কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, চট্টগ্রাম -১০ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৪ জুলাই। যাচাই-বাছাই হবে ৬ জুলাই, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ জুলাই।
এসময়, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোট ব্যালটে হবার কথা জানিয়ে কমিশন সচিব বলেন, নির্বাচনে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে, এ দুই নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলের অনুরোধ জানানো হয়েছে।
গত দুই জুন মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন। কোনো সংসদ সদস্য মারা গেলে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।
গত ১৫ মে মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। ওই আসনে ভোট হবে ১৭ জুলাই। ঢাকা ১৭ আসনের ভোট হবে ব্যালট পেপারে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn