এশিয়া বিখ্যাত দারুল উলুম মইনুল ইসলাম হাটাহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত হয়েছেন আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী।তিনি হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি (রহ.) এর সুযোগ্য নাতি।
ছদরে মোহতামিম (উপদেষ্টা পরিচালক) আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে মুহতামিম (সহকারী পরিচালক) মনোনীত হয়েছেন- দ্বিতীয় শায়খুল হাদীস আল্লামা হাফেজ শোয়াইব জমিরি।তিনি হাটহাজারী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আল্লামা শাহ জমিরুদ্দীন সুয়াবিলি (রহ.) এর সুযোগ্য নাতি।
মুইনে মুহতামিম (সহযোগী পরিচালক) পদে বহাল আছেন আল্লামা মুফতি জসিমুদ্দীন।আজ বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
Post Views: ১৭৭