বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল অনুষ্ঠিত

চট্টগ্রামের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সপ্তসুর কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৬ মে ২০২৩খ্রি. শুক্রবার বিকেল ৪টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ ইনস্টিটিউটের অডিটরিয়ামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইনস্টিটিউটের পরিচালক ও সংগীত প্রশিক্ষক শিউলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসুর কালচারাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী মিল্টন ওয়াদ্দেদার। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংস্কৃতিক সংগঠক স.ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মোহাম্মদ হোসেন মধু, সংগীত প্রশিক্ষক এডিসন নাহা।
সভায় বক্তারা বলেন, বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙালির হাজার বছরের গৌরবময় কৃষ্টি ও সংস্কৃতি বিশ্বময় বিকাশে অন্যন্য অবদান রেখেছেন। তাদের লেখনী ও পদচারণা বাঙালি আজ বিশ্বময়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চিরপ্রেম আর নজরুল ছিলেন চিরবিদ্রোহী। রবীন্দ্র-নজরুল বাঙালির চিন্তা চেতনা প্রেরণার প্রতীক। তাদের জীবনাদর্শ চর্চা তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। রবীন্দ্র-নজরুল চর্চার মাধ্যমে বাঙালি জাতিকে আরো সামনে এগিয়ে নিতে হবে। উম্মে সালমা চৌধুরী ফাহিয়ার উপস্থাপনায় আলোচনা সভা শেষে রবীন্দ্র-নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন রিন্তা পাল, চৈতী মল্লিক, মৌনিতা নাথ, অন্তরা ধর, সুচনা আকতার, প্রিয়ন্ত নাথ, দীপান্বিতা দাশ। সমগ্র অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন সুচনা মল্লিক ও তবলা সহযোগিতায় সজীব বিশ্বাস।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn