বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাইজভা-ার আহমদিয়া মনজিলে উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (রহ.) বেছাল দিবস স্মরণ

বাবাভা-ারী কেবলা কাবার শাহজাদী, অছিয়ে গাউসুুলআজম মাইজভা-ারীর সহধর্মিণী, উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (রহ.)’র বেছাল বার্ষিকী উপলক্ষে খাদেমুল ফোকরা ফাউন্ডেশন ও আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (মঃ)’র প্রকাশ (ছোট হুজুর) ছদারতে প্রতিবছরের ন্যায় “জ্যৈষ্ঠ মাসের ফাতেহা শরীফ” যথাযোগ্য মর্যাদায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী বিভিন্ন শাখা, দায়রার খাদেমান, আশেকে গাউছে মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১০টায় বাগে হোসাইনীতে পবিত্র খতমে কুরআনুল কারিম, মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়, বাদ জুমা- হুজুর কেবলার সদারতে বাগে হোসাইনীতে জিয়ারত মিলাদ শরীফ শেষে হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর পবিত্র রওজা পাকে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় আওলাদে রাসুল শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভা-ারী (ম.)উপস্থিত ছিলেন, হুজুর কেবলার নির্দেশ মিলাদ শরীফ পরিচালনা করেন হাফেজ সৈয়দ ইমরান হোসাইন, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন সানজরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn