কাপাসগোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরুস্কার লাভের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয় মিলয়নাতনে পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বাচ্চুর সভাপতিত্বে তসলিমা আকতার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর জুলিও কুরির শান্তি পুরুস্কার লাভে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস সুলতানা, রোকেয়া চৌধুরী, হাসমত আরা বেগম, শিল্পী বড়ুয়া ও ছাত্রীদের পক্ষে তাইয়্যাবা তারান্নুম তারা। উপস্থিত ছিলেন রহিম বেগম, নাসরিন আকতার, কাজী রুমান্না, গুলশান আকতার, লুৎফুন নাহার, ফাল্গুনী তালুকদার, তাসমিয়া আলম জুই প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন বঙ্গবন্ধুর মত শোষিত নির্যাতিত জনগনের জন্য মানবতাবাদী নেতার আজ সারা বিশ্বে বড়ই অভাব। আজ বিশ্বে ফ্যাসিবাদী, শাসনের কবলে বিশ্বের কোটি নির্যাতিত জনগন।
সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।