বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

ভারতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর-পুনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, যাত্রীবাহী একটি বাস পুনে থেকে বুলধানা জেলার মেহেকারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজনের মৃত্যু এবং আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়ি দুটি দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনায় বাস ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn