জামালপুরের বকশীগঞ্জে বিদুৎপৃষ্ঠে সাইফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার(১৫ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম লাউচাপড়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে।
পারিবারিক সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, নিজের পালন করা একটি গাভীকে বিদ্যুৎ চালিত মোটর গোসল করার সময় গরুসহ সাইফুল বিদ্যুৎপৃষ্ঠ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
Post Views: ৪০