প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় মোখা কারণে ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখানো হয়েছে। তাই শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ মে) রাত সাড়ে এগারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ।
তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। প্রাথমিকভাবে রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
Post Views: ৩৭