বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীলের সঞ্চালনায় পবিত্র গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভার গৃহীত সিদ্ধান্তসমূহ: ১) বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। ২) পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের পিতা ও মাতার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। ৩) ২০২২ সালে অনুষ্ঠিত মহালয়া ও দূর্গাপূজার হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। ৪) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-ফটিকছড়ি উপজেলা শাখার অধীনে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ-ফটিকছড়ি উপজেলা কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনকল্পে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির মাধ্যমে পরিষদের সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৫) মেয়াদউত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন শাখা কমিটি যাচাই-বাছাই করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়। ৬) ফটিকছড়ির সম্মানিত উপজেলা চেয়ারম্যান কর্তৃক বরাদ্দকৃত অর্থ প্রদানের জন্য একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহন করা হয়। শীগ্রই বরাদ্দকৃত আংশিক এই অর্থ বিভিন্ন পূজাম-পে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন হয়। সর্বশেষ পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।