নগরীর ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সংগঠক সুজিত কুমার পাল (এস.কে পাল) গত ৯ মে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। ওইদিন রাতে নগরীর বলুয়ারদীঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান, সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, কাউন্সিলর জহর লাল হাজারী, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম’র সভাপতি শিবু প্রসাদ দত্ত, দক্ষিণ নালাপাড়া দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অলকেশ পাল, বাগীশিক কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।