পাবনায় রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
পাবনা জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সারোয়ারের সভাপতিত্বে এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য মো. আনিস মেম্বার, চাটমোহর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, আটঘরিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বিজয় বাবু, মৎস্যজীবী লীগ নেতা আশরাফ আলী, মো. কানুসহ পাবনা জেলা, উপজেলা, পৌর মৎস্যজীবী লীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।