বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ার নন্দীগ্রামে কাজী পোলট্রি ফার্মের বিষ্ঠার দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসীর মানববন্ধন 

বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের পেং হাজারকীতে অবস্থিত কাজী পোলট্রি ফার্মের মুরগির বিষ্ঠা ও বর্জ্যর দূর্গন্ধে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছে কয়েক গ্রামের বাসিন্দা। শনিবার ৬ এপ্রিল বিকাল ৫:৩০টায় ধুন্দার বাজারে এই মানববন্ধন করেছে গ্রামবাসীরা। মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, কাজী পোলট্রি ফার্মের মুরগির বিষ্ঠার দূর্গন্ধে এলাকায় বিভিন্ন রোগ-জীবাণু ছড়াচ্ছে, কাজী ফার্মের ময়লার দূর্গন্ধে এলাকার লোকজনের বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফার্মের বিস্তৃতে এলাকায় ফসলি জমি কমে যাচ্ছে। এছাড়া ফার্মের এসব নোংড়া কার্যক্রমে এলাকায় বিভিন্ন ধরণের সমস্যা সৃষ্টি হচ্ছে। বক্তারা আরো বলেন, কাজী পোলট্রি ফার্মের কর্মকর্তাদের আমাদের এই সমস্যার বিষয়ে তাদের বারবার জানানোর পরেও তারা কোন কর্ণপাত করে না। তারা কাজী পোলট্রি ফার্ম অন্যত্র সরিয়ে নিবে না হলে দূর্গন্ধ যেন না ছড়ায় তার ব্যবস্থা নিবে। এই সমস্যা ও দূর্গন্ধ থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ১নং বুড়ইল ইউনিয়নের আ’লীগ সভাপতি মোজাম্মেল হক, ১নং বুড়ইল ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান, ৯নং ইউপি সদস্য সাইদুল ইসলাম, মোঃ আলম এনামুল হক পলাশ, সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম। এছাড়া হাফিজুর রহমান হাফিজ, ওমর ফারুক সহ শত শত গ্রামবাসী।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn