মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সবসময় মানুষ ও মানবতার জন্যই কাজ করে যাচ্ছে। তম্মধ্যে মীরসরাইয়ের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে। এবার উপজেলার মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ” রক্তিম পরিবারে” এর উদ্যোগে অসহায় বিধবা দুই গৃহবধূর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ৫মে সকালে উপজেলার সোনাপাহাড় ও ভগবতীপুরে বিধবা দুই গৃহবধূর মাঝে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। সংগঠনের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি হলো “প্রজেক্ট স্বাবলম্বী”, যা দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের সাহায্যার্থে রক্তিম পরিবারের গঠিত একটি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের ফান্ড থেকে অসহায় বিধবা দুই গৃহবধূ কে সেলাই মেশিন সরবরাহ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহীন বিন আমির, সহ-সভাপতি রাজিব দাশ, মিনহাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ, শিক্ষা বিষয়ক সম্পাদক সেতু বণিক, সদস্য নজরুল, মেহেদী, নোমান, মারুফ।
এসময় মানবিক কাজে এগিয়ে আসার জন্য, অর্থ, সময় এবং শ্রম দিয়ে সহযোগিতা করার জন্য সভাপতি আনোয়ার হোসেন সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ আগষ্ট মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট থেকে ৩৫ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংগঠনটি রক্তদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্য, শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনে ৬৬ জন সদস্য এবং ফেসবুক গ্রুপে ২২০০ সদস্য রয়েছে।