বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘নারীর অর্থনৈতিক অগ্রযাত্রা’ নারীর ক্ষমতায়নের পথকে সুসংহত করবে

‘নারীর অর্থনৈতিক অগ্রযাত্রা’ নারীর ক্ষমতায়নের পথকে সুসংহত করবে। গতকাল ০৫ মে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় উই বাজার এর উদ্যোগে সম্মাননা প্রদান ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন বাণিজ্যমন্ত্রী ফারুক খাঁন এর সহধর্মিনী নিলুফা ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন। তিনি আরো বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে আমরা নারী-পুরুষ একসাথে কাজ করে এগিয়ে যাব। ডিজিটাল যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এর সুফল গুলো আমরা আমাদের ঘরে তুলবো। তিনি সম্মাননা প্রাপ্তসহ উপস্থিত সকল নারী উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ঘটলে নারীর ক্ষতায়নকে কেউ রুখতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠার পর থেকেই নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির এই যুগে ‘উই বাজার’ আমাদের একটি উদ্যোগ, যেখানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যসহ সকল নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার ও বিপনণের জন্য কাজে লাগাতে পারে। আশা করছি আমাদের এই উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাবে। তিনি উই বাজার এর প্রতিটি সদস্যকে নিয়মিতভাবে কাজ করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক শামীম মোর্শেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হাসিনা আহমেদ ও সুরাইয়া আকরাম। অনুভূতি প্রকাশ করেন, বিবি খোদেজা জেসী, উম্মে লুসি মুনা, নার্গিস আক্তার। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভাইস-প্রেসিডন্ট রেখা আলম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন খাতে সার্টিফিকেট প্রদান করা হয় “ঈদের হাট” প্রতিযোগিতায় ১ম পর্বে টপ পোষ্ট ক্যাটাগরিতে আরিফা ইসলাম, ইনভাইটেশন ক্যাটাগরিতে বিবি খোদেজা জেসী, কমেন্ট ক্যাটাগরিতে রুনা ইসলাম। ২য় পর্বে টপ পোষ্ট ক্যাটাগরিতে নাহিদা পপি, ইনভাইটেশন ক্যাটাগরিতে শাকিলা আক্তার, কমেন্ট ক্যাটাগরিতে রুনা ইসলাম। শেয়ার ক্যাটাগরিতে সাঈদা ওমাইরা। ‘ঈদ রসনা বিলাস’ প্রতিযোগিতায় নার্গিস আক্তার। উই বাজার গ্রুপে টপ কন্টিবিউটর উম্মে লুসি মুনা, ফারহানা বেগম, তুররানী সুলতানা, উম্মে ফাতেমা শেলী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn