প্রকৌশলী সুমেধ কুমার বড়ুয়ার অনিত্যসভা সম্পন্ন
পটিয়া উপজেলাধীন কর্ত্তালা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক বিভূতি ভূষণ বড়ুয়া(সাবেক সার্কেল অফিসার)’র একমাত্র পুত্র ও কর্ত্তালা সদ্ধর্মলংকার বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রকৌশলী সুমেধ কুমার বড়ুয়া (কানন)’র মৃত্যুতে সকলে শোকাহত।
তিনি ৭৪ বছর বয়সে এক মাত্র মেয়ে শিমী বড়ুয়া, স্ত্রীসহ অসংখ্য গুনুগ্রহী রেখে গতকাল রাত ২টা ৪৫ মিনিটে মৃত্যু বরণ করেন।তার অনিত্যসভা আজ বিকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন মুরাদপুর পণ্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লোকপ্রিয় মহাথেরো,কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারের আবাসিক শিক্ষক সুনন্দপ্রিয় থেরো,দেবারত্ন থেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো,সুভদ্র ভিক্ষু,সুনন্দপ্রিয় থেরো,বিমলানন্দ ভিক্ষু,মেত্তানন্দ ভিক্ষু,শীলব্রত ভিক্ষু, জ্ঞানপ্রিয় ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রদ্ধাবান পুণ্যর্থী জ্ঞাতী স্বজন উপস্থিত থেকে পুণ্যদান করেন এবং স্মৃতি চারণ করে পুণ্যদান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্টাষ্ট’র প্রক্তান ভাইস চেয়ারম্যান ও দানবীর রাখাল চন্দ্র বড়ুয়া,বিশ্বপতি বড়ুয়া,শিক্ষক দিলিপ বড়ুয়া,প্রকাশ চৌধুরী, এডভোকেট অনুপ কুমার বড়ুয়াসহ আরো অনেকে স্মৃতি চারণ করে পূণ্যদান ও পারলৌকিক সদ্গতি কামনায় সকলে পূণ্যদান করেন। এছাড়াও প্রয়াতার ভগ্নিপতি চন্দন বড়ুয়া কৃৃতজ্ঞতা জ্ঞাপন করে পূণ্যদান ও মহান পূজনীয় ভিক্ষু সংঘকে আগামী ৩ মে নিজ বাসায় সংঘদানে ফাং ও জ্ঞাতীস্বজনকে নিমন্ত্রণের আহ্বান জানান।