বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অকুতোভয়

অকুতোভয়
দীন মুহাম্মদ
আমি পানির উপর ভেসে চলা
দুরন্ত এক হাঁস
আমি জলে-স্হলে সমানভাবে
করতে পারি বাস
তুই তো আমায় চিনিস তবু
ভুলেই কেন যাস?
বৃথাই আমায় জলে ভেজার
ভয় কেন দেখাস?
আমি বেশি শীতের এলাকা তো
স্বেচ্ছাতেই ছাড়ি
তখন অল্প শীতের এলাকাতে
জমাই আমি পাড়ি
যেথায় খুশি সেথায় আমি
করতে পারি বাস
তুই বৃথাই কেন হাড়কাঁপানো
শীতের ভয় দেখাস?
আমি নিজের ডানায় ভর করেই
অর্ধ জগত উড়ি
আমি তো নই কারোও হাতের
নাটাই-সূতোর ঘুড়ি
আমি একলা তবু হাজার পাখির
সঙ্গে করি বাস
বৃথাই আমায় পথ হারাবার
ভয় কেন দেখাস?
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn