পটিয়া উপজেলার জোয়ারা খানখানাবাদস্থ পঞ্চরতœ বৌদ্ধ বিহারে দানবীর নেত্রসেন বড়ুয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধের পবিত্র সিংহশয্যা বুদ্ধ প্রতিবিম্ব সৌকর্যময় কারকার্য খচিত চৈত্য’র শুভ উদ্বোধন, উৎসর্গ ও জীবণ্যাস অনুষ্ঠান আগামীকাল ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ৬টায় থেকে দিন ব্যাপী অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহামান্য সংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত, অগ্রমহাপডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান জ্ঞাতি থাকবেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ড. বুদ্ধপ্রিয় মহাথের। আশীর্বাদক থাকবেন বদন্ত রতœপ্রিয় মহাথের ও অধ্যক্ষ সৌম্যসারথী শাসনপ্রিয় মহাথের।
প্রতিষ্ঠাতার শুভেচ্ছা বক্তব্য রাখবেন নেত্রসেন বড়ুয়া। সভাপতিত্ব করবেন উদযাপনী পরিষদের সভাপতি সদ্ধর্মবিশারদ বসুমিত্র মহাথের। পঞ্চশীল প্রার্থনা করবেন কল্যাণমিত্র বড়ুয়া।
এতে আন্তর্জাতিক ও দেশবরেণ্য ধর্মীয় গুরু এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।