পটিয়া উপজেলাধীন পাঁচরিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত সুরেশ বড়ুয়া ও দীপালি বড়ুয়া’র কনিষ্ঠ সন্তান বাবু বিপ্লব বড়ুয়া সাথে আনোয়ারা উপজেলাধীন ওষখাইন গ্রামের পরিতোষ বড়ুয়া’র ও অন্তিকা বড়ুয়া’র কন্যা প্রিয়াংকা বড়ুয়া ‘র শুভ নতুন যুগল জীবনে পদার্পণে ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারে পবিত্র তথাগত বুদ্ধের মুখনিসৃত বাণী মঙ্গলসূত্রে মাধ্যমে আশীর্বাদ প্রদান করা হয়।
আজ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শুভ কাজটি সম্পন্ন হয়। এসময় আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি. এস আনন্দবোধি থেরো ও পাঁচরিয়া মৈত্রী বিহারের অধ্যক্ষ সুমেধানন্দ থেরোসহ তাদের বিভিন্ন মঙ্গলকামী নর-নারী উপস্থিত ছিলেন।
বাবু বিপ্লব বড়ুয়া ও প্রিয়াংকার শুভ পরিণয়ে দৈনিক আনন্দ বার্তা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি দোয়া ও আশীর্বাদ রইল।
Post Views: ৪০