অসহায় পরিবার ও সন্তানদের রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের অধ্যলক্ষ টাকা অনুদান প্রদান
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় প্রয়াত মরহুম শায়ের হাফেজ
মুহাম্মদ এয়াকুব কাদেরীর পরিবার ও তার এতিম
সন্তানদের আর্থিক অধ্যলক্ষ টাকার অনুদান প্রদান করেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান।
মঙ্গলবার বিকালে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফে শাহাজাদা আল্লামা সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী হাতে নগদ অর্থ হস্তান্তর করেন সংগঠন এর নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নাছের সওদাগর ও উপদেষ্টা মুহাম্মদ জাহদ এর সার্বিক তথ্যবধানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ইউসুফ মাতব্বর,উপদেষ্টা মুহাম্মদ জাহেদ,সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম সওদাগর, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নাছের সওদাগর,ভাইস চেয়ারম্যান মাওলানা নাছের হোসাইন,প্রচার ও প্রকাশনা সচিব মুহাম্মদ হায়দার আলীসহ প্রবাসী ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় শাহাজাদা মানবিক ও সুন্নিয়তের বিভিন্ন কর্মকাণ্ডে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং প্রবাসী ভাইদের কল্যাণ,উন্নতি ও উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।