চন্দনাইশ উপজেলাধীন ফতেনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত শিক্ষক মানবেন্দ্র লাল বড়ুয়া’র ১৫ তম ও তৎ সহধর্মিণী এবং বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব বিদ্যুৎ বরণ বড়ুয়া’র গর্ভধারিণী মমতাময়ী ” মা ” প্রয়াতা দিপ্তীময়ী বড়ুয়া’র ৮ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কারসহ মহতি দানময় সংঘদান অনুষ্ঠান তার নিজ নিবাস মানবেন্দ্র – দিপ্তী কুঠিরে সুচারুভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপদেষ্টা বষিয়ান লক্ষণেরখীল জ্ঞানদয় বিহারের অধ্যক্ষ,সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাথেরো, প্রধান অতিথি ছিলেন সপ্তগ্রাম ভিক্ষু সমিতির উপদেষ্টা ও তালসরা মুচ্ছদীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ, সৌম্যসারথি শাসনমিত্র মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ, সদ্ধর্মজ্যোতিকাধ্বজ বসুমিত্র মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো,বিশেষ অতিথি ছিলেন কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের আজীবন অধ্যক্ষ,প্রজ্ঞাসারথি প্রজ্ঞানন্দ মহাথেরো,দেবানন্দ মহাথেরো,সোমানন্দ মহাথেরো,
তালসরা আনন্দরাম বিহারের নবরূপকার অধ্যক্ষ জিনরতন মহাথেরো,রুদুয়া বোধিনিকেতন বিহারের নবরূপকার অধ্যক্ষ বোধিরতন মহাথেরো,বোধিপ্রিয় মহাথেরো,শান্তরক্ষিত মহাথেরো,সুমঙ্গল মহাথেরো,ধর্মনন্দ মহাথেরো,জোয়ারা খানখানাবাদ ভাবনাআরাম অধ্যক্ষ ধর্মনন্দ মহাথেরো,বুদ্ধপাল মহাথেরো,সুমনতিষ্য থেরো,শরনানন্দ থেরো। সংঘদান অনুষ্ঠান উদ্ধোধন করেন দক্ষিণ সুনিতী বিহারের অধ্যক্ষ প্রজ্ঞারত্ন থেরো,আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে বি এস আনন্দবোধি থের, লোকরত্ন থেরোসহ মহান প্রজ্ঞ পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। পরিবারের পরিচিতি দিয়ে বক্তব্য রাখেন বড় জামাতা পরিমল কান্তি বড়ুয়া, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো ও প্রদ্যুৎ বড়ুয়া টিংকু। সংঘদান অনুষ্ঠান উপলক্ষে আগের রাত সন্ধ্যায় ফতেনগর গ্রামবাসী কর্তৃক বুদ্ধ সংকীর্তন পরিবের্শন করা হয়। অনুষ্ঠান শেষে সকল জ্ঞাতীস্বজন ও গ্রামবাসী মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।