নিজস্ব প্রতিনিধিঃ- গত ১৮এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমী নর নাহার মিলেনিয়াতন ৪ ঘঠিকা হতে পর্যায়ক্রমে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন-এর ১ম প্রতিষ্টা বার্ষিকী,ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল সু-সম্পন্ন হয়।
সূচনা লগ্নে পবিত্র কোরআন তেলোয়াতে মোঃ মন্জুর আলম,গীতায় রতন ঘোষ, ভদন্ত জেবি আনন্দ বোধি ভিক্ষুর ত্রিপিটক পাঠের মাধ্যমে শুভ সূচনা হয়।
উক্ত সভাটি বিশ্বখ্যাত চুয়েট এর মেকানিক্যাল বিভাগের প্রাক্তন ডীন, প্রফেসর ড, জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির আসনে অলংকৃত করেণ ড,জীনবোধি মহাথেরো।
স্বাগত ভাষণে আগত অতিথির প্রাণ সঞ্চার বক্তব্য প্রধান করেণ দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্ঠা সম্পাদক ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া।
এতে বিশেষ অতিথির সম্মানে সম্মানিত হন,মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এডিশনাল ডাইরেক্টর জনাব মোঃ মজিবুর রহমান,প্রফেসর ড,প্রভাত চন্দ্র বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ভানু রঞ্জণ চক্রবর্তী, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত,কবি মাহমুদুল হাসান নিজামী ও কবি আশীষ সেন।
বক্তারা বলেন,এই পত্রিকায় যদিবা খুবই নবীন কিন্তু কার্যক্রম খুবই প্রশংসনীয়। পত্রিকাটি পাঠকের কাছে নিজেকে পরিচিত করেছে ২২এপ্রিল ২০২২সালে। ৩রা জুলাই ১০৮জনের অসহায় দুস্থদের মাঝে প্রায় ৮০০টাকার অধিক পরিমান অর্থে উপহার(চাল,ডাল,তৈল, আলু,লবন,পিয়াঁজ)সামগ্রী বিতরণ পূর্বক পূন্নাঙ্গ যাত্রা শুরু করে। ১লা আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ২১ আগস্টে গ্রেনেট হামলায় নিহত সকলের পারলৌকিক মঙ্গল কামনায় গাড়ী বহরে ৫০০জন অসহায় পথ দরিদ্রের হাতে তৈরী খাবার তুলে দেয়া হয়। বিজয়ের মাস ১লা ডিসেম্বর ২০২২ইং প্রকাশনা উৎসবের আয়োজনে গুনীজন সংবর্ধনা, ৫০০টাকার মূল্যমানে (খাদ্য দ্রব্য) ৬৫ জন হাতে বিজয়ের আনন্দ হিসেবে উপহার তুলে দেয়া হয়। রমযানের মাগফেরাতে অথাৎ ১১রমযান হতে ১৬ রমযান পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায়( প্রতি স্থানে)১০০জন অধিক পথ দুস্থদের হাতে তৈরী ইফতার বিতরণ করা হয়।
যদিওবা ২২ এপ্রিল প্রতিষ্টা বার্ষিকী কিন্তু বাংলাদেশের সর্ব বৃহৎ ধর্মাবল্মবীদের ঈদের আমেজকে সম্মান জানিয়ে আজ (১৮ এপ্রিল)এই পত্রিকার জম্মদিন তথা প্রতিষ্ঠা বার্সিকী পালন করা হচ্ছে।আজ ও শুধু প্রতিষ্টা বার্ষিকী পালন নয় তত সংগে মানবিক কর্ম ঈদ বস্ত্র বিতরন ও ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই পত্রিকা অবশ্যই মানুষের কথা বলবে নয় শুধু মানবিকতাও দৃষ্টান্ত রাখবেই।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,কবি বিশ্বজিৎ বড়ুয়া,জয়মালা বড়ুয়া,অচিন্ত কুমার দাশ,কবি আব্দুল্লাহ মজুমদার,লায়ন সমীরণ বড়ুয়া,বাবু রাহুল বড়ুয়া,সজল দাশ,মোঃ সেকান্দার,মোঃ নূরুল হক প্রমুখ।
সভাটির পরিপূর্ণ সঞ্চালনায় ছিলেন সুমন বড়ুয়া।
সার্বিক তত্বাবধায়নে ফটো সাংবাদিক মোঃজমির উদ্দিন,মোঃ ইউসুফ,মোঃ হাসান,রাকিব।