হযরত মছিউল করিম মির্জাপুরী খানকাহ শরীফের উদ্যোগে ১৬নং শাহআমানত মাজার লেইন খানকাহ শরীফে পবিত্র মাহে রমজান এবং মওলা আলী ও হযরত মা ফাতেমা (রহ.) ফাতেহা শরীফ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মশিউল করিম মির্জাপুরী খানকা শরীফের একমাত্র শাহাজাদা ছৈয়দ শাহাদাৎ হুসাইন মির্জাপুরী। এতে আরো উপস্থিত ছিলেন হযরত মছিউল করিম মির্জাপুরী খানকাহ শরীফ পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ ওমর ফারুখ, মো. মুসা, মো. নজরুল ইসলাম, হযরত মছিউল করিম মির্জাপুরী খানকাহ শরীফ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম জাবেদ, মো. আবুল বশর, মো. মনিরুল হক মুন্না, মো. ফোরকান মেম্বার, মো. হাসান, মো. শাহজামাল, মো. আলাউদ্দিন, সুমন কুমার দাশ প্রমুখ।
Post Views: ৩৪