বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হালিশহর এলাকা হতে নিখোঁজ ১৮ দিনেও মাদরাসা শিক্ষার্থীইব্রাহীম খলিল মাহীর সন্ধান মেলেনি

 

হালিশহর এলাকা হতে নিখোঁজ ১৮ দিনেও মাদরাসা শিক্ষার্থীইব্রাহীম খলিল মাহীর সন্ধান মেলেনি

নগরীর হালিশহর থানাধীন এল-ব্লকের বাসা হতে নাজমুল আলম (মাসুদ) ও মাতা তাসলিমা আক্তারের বড় সন্তান মোঃ ইব্রাহীম খলিল মাহী (১৫) গত ২২ মার্চ বুধবার সকাল ১০টায় হালিশহর এল-ব্লকস্থ বাসা হতে মাদরসার উদ্দেশ্যে বের হয়। গত ১৮ দিনেও নিখোঁজ মাহী’র সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজা-খুঁজির পরও নিখোঁজ ইব্রাহীম খলিল মাহীর সন্ধান পাওয়া যায়নি। পরিশেষে গত ২৩ মার্চ হালিশহর থানায় সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং-১৪১৫) নিখোঁজ মাহীর বাবা নাজমুল আলম (মাসুদ)। নিখোঁজ মাহীর উদ্ধারের জন্য হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির উদ্দিন এসআই (নিরস্ত্র) মুহাম্মদ জসিম উদ্দিন কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রদান করেন। এদিকে নিখোঁজ মাহীর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা মানসিকভাবে অসুস্থ হয়ে পরেছেন। আইন-শৃঙ্খলা বাহীনি ও কোন স্ব-হৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিখোঁজ ইব্রাহীম খলিল মাহী’র তথ্য প্রদান করার জন্য মাহীর বাবা নাজমুল আলম (মাসুদ) আহ্বান জানান। মাহীর বাবার নাম্বার ঃ ০১৯৬৫-৫৩৩৮২৯

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn