আন্তর্জাতিক শাহআমানত বিমানবন্দরে অবৈধ বিদেশ থেকে নিয়ে আসা ২৪ পিস স্বর্ণেরবার (প্রায় ৩ কেজি)সহ শারজাহ ফেরত এক প্রবাসী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:২৫ মিনিটে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই যৌথভাবে শারজাহ থেকে আগত এ প্রবাসীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৪ টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
সুত্রে জানা গেছে,আটক যাত্রী সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিল।বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউন্জে উক্ত যাত্রীকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে যাত্রীর বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজাদারি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
আটক প্রবাসী হলেন মোহাম্মদ আতিক উল্লাহ। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।
এসআই/
Post Views: ৫৭