বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধলই-হাধুরখীল আঞ্চলিক শাখার ইফতার মাহফিল সম্পন্ন

 

আমিরুল মুমেনীন, ইসলামের চতুর্থ খলিফা, শাহানশাহে বেলায়ত হজরত মাওলা আলী (রাদ্বি.) এর শাহাদাত দিবস স্মরণে সপ্তম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১০ রমজান, ২ এপ্রিল ২০২৩ রবিবার বাদে জোহর থেকে উত্তর চট্টলার হাটহাজারী-ধলই ইউনিয়নে ঐতিহ্যবাহী হাধুরখীলস্থ আহমদিয়া তজবীদুল কোরান দাখিল মাদ্রাসার হল মিলনায়তনে আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী হাধুরখীল আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় হাধুরখীল আঞ্চলিক শাখার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসা সাবেক উপাধ্যক্ষ মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া তজবিদুল কোরান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, সহ-সুপার মাওলানা সোহরাব হোসেন চৌধুরী, মালেক শাহ মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, মাওলানা বেলাল উদ্দীনসহ প্রমুখ। এতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn