বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জ্যোতিষ প-িত অপু চক্রবর্তী গোল্ড মেডেল এস্ট্রোলোজি অ্যাওয়ার্ডে ভূষিত

ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংগঠন ওয়ার্ল্ড এস্ট্রোলজার্স সোসাইটি এবং ওয়ার্ল্ড ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ এন্ড কালচার-এর যৌথ উদ্যোগে কলিকাতা ২৩৫/এ আচার্য্য জগদীশ চন্দ্র বোস রোডস্থ হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশন্যালে ২২তম আন্তর্জাতিক জ্যোতিষ, আধ্যাত্মিক এবং বাস্তু কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রজ্ঞাবান ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে অত্র কনফারেন্সকে সাফল্যম-িত করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও মহা প্রজ্ঞাবান ও শাস্ত্রীয় প-িত মলয় শাস্ত্রী। অনুষ্ঠানে মায়ানমারের প্রতিনিধিত্ব করেন প্রখ্যাত বার্মিস জ্যোতিষবিদ ড. টিন ও। আফ্রিকার রাষ্ট্র মরিশাসের প্রতিনিধিত্ব করেন ড. প্রকাশ লুচুন। নেপালের প্রতিনিধিত্ব করেন বিখ্যাত অভিনেত্রী নীতা ধুঙ্গানা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম শাখার সভাপতি ড. এ আর আচার্য্য, প-িত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সলিল আচার্য্য, কার্তিক আচার্য্য, অরূপ আচার্য্য। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভারতের প্রজ্ঞান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ড. সুরেশ কুমার আগারওয়াল, দক্ষিণ ভারতের বিখ্যাত শাস্ত্রজ্ঞ ড. দিবাকরন কুপ্পুকাট্টু, ড. অজিত মোহন প্রমুখ। অনুষ্ঠান শেষে পটিয়া গৌড়লা ধরপাড়ার প-িত অমর চক্রবর্তীর ১ম পুত্র অপু চক্রবর্তীকে “গোল্ড মেডেল এস্ট্রোলোজি” অ্যাওয়ার্ড ২০২৩”-এ ভূষিত করা হয়। তিনি নগরীর হাজারীগলিস্থ রাধামাধব জ্যোতিষালয় প-িত নিকেতনের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বহু স্কুল ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn