বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে- ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রাম নাগরিক ফোরামের পাঁচলাইশ থানা কমিটি গঠন ও সুধী সমাবেশ উপলক্ষে ১ এপ্রিল বিকেলে পাঁচলাইশস্থ এক রেস্তোরাঁয় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন এবং এটাই সুযোগ চট্টগ্রামকে তাঁর আশীর্বাদ পুষ্ট হয়ে যথাযথভাবে গড়ে তোলতে হবে”।
পাঁচলাইশ থানা কমিটির সমন্বয়কারী মাসুদ খানের সভাপতিত্বে ও লেখক-সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় এ সুধী সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ, সমাজসেবী রাজনৈতিবিদ সোহেল মাহমুদ, চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাসুদুল আলম, রাজনৈতিবীদ মাহবুবুল আলম,  সাংগঠনিক সম্পাদক এম মনসুর  আলম, গোলাম রসূল মান্নান, ছড়াকার তসলিম খাঁ, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ইমন, বায়েজিদ থানার সভাপতি মোহাম্মদ নূর, রনি ধর, আব্দুল কাদের মেহেরুন নিপা ও সাহাদাত হোসেন প্রমূখ।
ব্যারিস্টার মনোয়ার আরো বলেন,  “চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা সমাধান, যানজট নিরসন,শব্দ দূষণ থেকে মানুষকে মুক্ত করা, এমনকি চট্টগ্রামের পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য নাগরিক ফোরাম কাজ করে যাবে । এজন্য দলমত নির্বিশেষে সবাইকে নাগরিক ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এই লক্ষ্যেই  থানা কমিটি এবং বিভিন্ন জায়গায় শাখা কমিটি গঠন করা হয়েছে এবং হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সুধী সমাবেশ শেষে চট্টগ্রামের পাঁচলাইশের  কমিটি ঘোষণা করা হয় ।এতে সভাপতি হিসেবে  মুরাদপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবী আবুবকর সিদ্দিকী কে সভাপতি এবং নাসিরাবাদ নিবাসী বিশিষ্ট সমাজসেবী জাফর আহমেদকে সাধারণ সম্পাদক এবং নাজিমউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের কমিটি করা হয় ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn