১০ মার্চ শুক্রবার ফটিকছড়ি উপজেলাধীন জাহানপুর গ্রামস্থ কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, ফটিকছড়ি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট আইনজীবী, সাবেক এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট শ্যামল কান্তি বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া ও অষ্টপরিস্কার সহ সংঘদান সম্পন্ন হয় স্টেশন রোডস্থ এশিয়ার এস.আর হোটেলে। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়িস্থ কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুগতপ্রিয় মহাথেরো, শ্রদ্ধাপাল মহাথেরো, ছিন্নমুল আর্যধাম বিহারের অধ্যক্ষ সংঘশ্রী স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ আদিবংশ থেরো, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক বিমলানন্দ ভিক্ষু, মেত্তাপাল ভিক্ষু, জ্ঞানপ্রিয় ভিক্ষু, বায়েজিদ শান্তিকুঞ্জ বিহারের আবাসিক বিশুদ্ধানন্দ ভিক্ষু, পাঞাজীবা ভিক্ষু, ইউএনটিসি-র সাবেক ভাইচ চেয়ারম্যান ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কারের সভাপতি বোধিপাল বড়ুয়া, এড. বিশ্বজিত বড়ুয়া, সাংবাদিক শতদল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া প্রমুখ।
পঞ্চশীল প্রার্থনা করে প্রবীণ শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া।অনুষ্ঠান সঞ্চালনা করে প্রসেনজিৎ বড়ুয়া।সংঘদান অনুষ্ঠান শেষে সকলে এডভোকেট শ্যামল কান্তি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।