রাউজানস্থ পশ্চিম বিনাজুরী শান্তি নিকেতন বিহারে ১১দিন ব্যাপী মহান পবিত্র ভিক্ষু পরিবাসব্রত (ওয়াইক), ব্যূহচক্র মেলা, অভিধর্ম পাঠ এবং এ গাঙ্গেয় ব-দ্বীপে মহাধর্মরাজাধিরাজগুরু সংঘরাজাচার্য পরমপূজ্য ভদন্ত সারমেধ মহাস্থবিরের পুণ্যহস্তে বিশুদ্ধ থেরবাদ বৌদ্ধ ধর্ম পুন: জাগরণের পূণ্যভূমি রাউজান উপজেলাধীন বৃহত্তর সদ্ধর্মগ্রাম বিনাজুরী অঞ্চলের পশ্চিম বিনাজুরি গ্রামে জন্মজাত বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের সফল আয়োজক, সদ্ধর্মজ্যোতি, ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাস্থবিরের গৃহীজীবনের ব্রহ্মতুল্য পিতা বাবু চিত্তরঞ্জন বড়ুয়া বর্তমান ভদন্ত ধর্মরক্ষিত স্থবিরের মহাস্থবির বরণ অনুষ্ঠান বিনয় বিধান মতে সুচারুভাবে মহাসমারোহে সম্পন্ন হয়। বিকাল ২টায় বরিত মহাস্থবিরকে নিয়ে মহান ভিক্ষুসংঘ মঞ্চে আগমন করেন। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন নারায়গঞ্জ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও ড. শাসনরক্ষিত ধ্যান কেন্দ্রের পরিচালক ভদন্ত চন্দ্রবংশ স্থবির, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত মাননীয় সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাস্থবির, আশীর্বাদক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, অনুষ্ঠান উদ্বোধন করেন রাউজান পাহাড়তলী মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ ও উপ সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন কানাডার এ মাইন্ডফুল এন্ড কাইন্ড ন্যাশনের প্রতিষ্ঠাতা ভদন্ত ড. শরণাপাল ভিক্ষু, প্রধান সর্দ্ধমদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, কার্যকরী সভাপতির ভাষণ প্রদান করেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাস্থবির, মুখ্য আলোচক ছিলেন মেরুল বাড্ডা ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব সদ্ধর্মকোবিদ, ধর্মদূত এস. লোকজিৎ মহাথেরো, আরো উপস্থিত ছিলেন লোকপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক-এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন স্থবির, সুমঙ্গল মহাথেরো, অধ্যাপক সুনন্দ মহাথেরো, ড. বুদ্ধপাল মহাথেরো, মেত্তবংশ মহাথেরো, দীপংকর থেরো, সুমঙ্গল থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, রাষ্ট্রপাল থেরো, শান্তবোধি থেরো, জ্যোতিরক্ষিত ভিক্ষুসহ আরো শতাধিক প্রাঙ্গ পন্ডিত ভিক্ষুসংঘ ও শ্রামণবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাবু পুলক কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন Consellor of Royal Thai Embassy Mr. Panom Thomprayoon রয়েল থাই এ্যাম্বাসীর কনস্যুলার মি. পুনম থুমপ্রেয়ুন, রাউজান পৌরসভার পৌরমেয়র জমির উদ্দীন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দীন খান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের ধর্মীয় শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক বিপুলাবংশ মহাথেরো। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বরিত মহাস্থবিরের পুত্র প্রধান সমন্বয়কারী ধর্মদূত তিলোকবংশ মহাস্থবির। অনুষ্ঠানে অনেকে বরিত মহাস্থবির ধর্মরক্ষিত মহাস্থবিরকে পুষ্পমাল্য, ক্রেস্ট, ব্যানার ফেস্টুন দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করেন।