আজগর আলী,ফটিকছড়ি প্রতিনিধি
…………………………………………..
নাজিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট ইসমাঈল গনী বলেছেন, বাংলাদেশে ক্রিকেট খুব জন প্রিয় একটি খেলা। খেলাধুলা মানুষকে সুস্থ চিন্তার বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে সমাজের মাদকাসক্ত দূর হয় এবং সুস্থ দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
গতকাল শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারি) বিকালে নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া দৌলতপুর এবিসি যুব সমাজের আয়োজনে এবিসি উচ্চবিদ্যালয় মাঠে অমর একুশে আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ এই আইনজীবী আরো বলেন, আমি এবারে স্বতন্ত্রভাবে মেয়র পদে নির্বাচন করছি।আমাকে আপনাদের মূল্যবান রায়টি দিয়ে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।এসময় তিনি খেলার আয়োজক ও খেলায় অংশগ্রহণ কারি
লেলাং মোস্তাফা ভাইকিংস এবং সুন্দরপুর খেলোয়াড় সমিতি খেলোয়াড়দের অভিনন্দন জানান।
খেলার উদ্বোধনীতে প্রধান আলোচক ছিলেন, রানিং মহিলা কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী রহিমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ফারুক, সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, যুবনেতা হাশেম, লোকমান গনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা ও নাজিরহাট পৌরসভার ৫ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শরীফ চৌধুরী।
এজ/এসআই