বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ কর্ণফুলী হস্ত শাহমিরপুর বড়গাং বৌদ্ধ বিহারে অষ্টপরিষ্কারসহ নানাবিধ দান সম্পন্ন

 

দক্ষিণ কর্ণফুলী হস্ত শাহমিরপুর বড়গাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও বড়গাং পাহাড়ি উপাসিকা পরিষদ কর্তৃক বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড থেকে প্রাপ্ত তথাগত বুদ্ধের পবিত্র “পূতাস্থি” (ধাতু) ৮ম বারের মত প্রদর্শনের পূণ্যময় মহতি ধর্মীয় অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আগ্রাবাদস্থ বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বড়গাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমৎ বিজয়ানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন খাগড়াছড়িস্থ দীঘিনালার বাবুছড়া সাধনা টিলা বনবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমৎ বুদ্ধ বংশ মহাথেরো।

বিশেষ সদ্ধর্মদেশক কর্ণফুলীস্থ শাহমীরপুর বড়গাং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমৎ ধর্মকীর্তি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, কুমার কাস্যপ ভিক্ষু, শীলব্রত ভিক্ষুসহ অনেক ভিক্ষুসংঘ উপস্থিত থেকে অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হয়। অনুষ্ঠানে তিন পার্বত্য অঞ্চলের উপাসক উপাসিকা ও ইপিজেড এলাকায় কর্মকর্তাগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পুণ্যময় অনুষ্ঠান সম্পন্ন করেছে। অনুষ্ঠানে নানাবিধ দান, সোলার দান, হাজার প্রদীপ দান সহ আহার্য্য সামগ্রী দান করেছেন হাজারো উপাসক উপাসিকাগণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn