বৃহস্পতিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পুলিশ লাইনের কাছে বিস্ফোরণ, আহত ৫

পাকিস্তানের কোয়েটা পুলিশ লাইনস এলাকার কাছে একটি বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন।

উদ্ধারা অভিযানের নেতা জিশান আহমেদ বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ওই এলাকায় পৌঁছেছে পুলিশ ও ইমার্জেন্সি টিম। ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি পুলিশ। কি ধরনের বিস্ফোরণ হয়েছে তাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন তাদের টার্গেট এমনটা দাবি করেছে তারা।

তবে রবিবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn