শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

২৮ ইঞ্চি মিলির জন্য ঈদ উপহার নিয়ে গেলেন মোরেলগঞ্জের ইউএনও

২৮ ইঞ্চি মিলির জন্য ঈদ উপহার নিয়ে গেলেন মোরেলগঞ্জের ইউএনও

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ২৮ ইঞ্চি উচ্চতার ৩৪ বছরের মিলি আক্তারের পাশে দাঁড়িয়েছেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মিলির বাড়িতে ঈদ সামগ্রীসহ দুটি ছাগল ও নগদ অর্থ নিয়ে হাজির হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

মিলির ইচ্ছা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিলিকে দুটি ছাগল, ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে বলেন, আমাদের স্থান থেকে পরবর্তীতেও মিলির জন্য সাহায্য অব্যাহত থাকবে।

এসময় মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ও এনজিও প্রতিনিধি তার সঙ্গে ছিলেন।

মিলির দুরবস্থা ও ভবিষ্যৎ নিয়ে বিপাকে তার পরিবার এ নিয়ে কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

মিলি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের ফরিদা ইয়াসমিনের মেয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn