
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেছেন । সোমবার ( ৬ মে) সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তরে কর্মবিরতি কালে দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ অংশ নেন তারা। এসময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ , অভিন্ন সার্ভিস কোড, শুক্রবার ও শনিবার দুদিন ছুটি , শান্তি বিনোদন সহ অন্যান্য ছুটি , যাতায়াত , ওভার টাইম, টিফিন ভাতা , টিএ/ডিএ সুবিধা , বেতন স্কেল বৃদ্ধি , পদোন্নতি , শিফটি ডিউটি বাসতবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্ম পরিবেশ তৈরির দাবি জানান ।
আনদোলনকারীরা জানান , বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন -ভাতা , পদোন্নতি , ছুটি সহ সব সুযোগ -সুবিধা ভিন্ন
এছাড়া বিভিন্ন সময় চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন সহ করতে হচ্ছে । নির্ধারিত কর্ম ঘন্টা নির্ধারণ সহ তাদের দাবিদাওয়া না মেনে নিলে তারা আর-ও বৃহৎ আনদোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন ।