মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

স্বাধীন বাংলাদেশে ধর্ম, শিক্ষা, স্বাংস্কৃতিক ও মানব কল্যানমূলক কর্মকান্ডে প্রবাসী অর্থযোদ্ধাদের অবদান অপরীসীম

স্বাধীন বাংলাদেশে ধর্ম, শিক্ষা, স্বাংস্কৃতিক ও মানব কল্যানমূলক কর্মকান্ডে প্রবাসী অর্থযোদ্ধাদের অবদান অপরীসীম–
দরবার এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসা, হিফজখানা, এতিমখানা ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের অনুষ্ঠান প্রতিষ্ঠানে প্রবাসী ভাইদের অবদান শীষর্ক আলোচনা সভা ও প্রীতিভোজ আজ ২৯ শাওয়াল সোমবার ২৮ এপ্রিল, ২০২৫ দরবার এ বেতাগী আস্তানা শরীফের বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বেতাগী আন্জুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান’র সঞ্চালনায় দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী আলকাদেরী, মোহাম্মদ মমতাজুল হক ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার উপদেষ্টা আহমদ সাঈদ, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিঠির সদস্য আলহাজ্ব দলিলুর রহমান, বেতাগী আনজুমানে রহমানিয়া ওমান প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল খায়ের, চট্টগ্রাম মহানগরের সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, বেতাগী আনজুমানে রহমানিয়া কেন্দ্রীয় সদস্য ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী মাহাবুবুল আলম । এছাড়াও বেতাগী আস্তানা শরীফের সাথে সংশ্লিষ্ঠ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভায় বক্তব্যে অতিথি মন্ডলীরা বলেন স্বাধীন বাংলাদেশে ধর্ম, শিক্ষা, স্বাংস্কৃতিক ও মানব কল্যানমূলক কর্মকান্ডে প্রবাসীদের অর্থযোদ্ধাদের অবদান অপরীসীম । যাদের বধান্যতায় এদেশের অনেক ধর্মীয়, শিক্ষা, স্বাংস্কৃতিক ও মানব কল্যানমূলক কর্মকান্ড পরিচালিত হয় ।

সভাপতির বক্তব্যে দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ জাতি গঠন ও সমাজ বিনির্মাণে প্রবাসীদের এই অবদানের ভূয়শী প্রশংসা করেন এবং তাদেরকে আর্ত সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে বিশেষত দরবার এ বেতাগী আস্তানা শরীফ ও বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রাতিষ্ঠানিক কর্মকান্ডে সহযোগিতা অব্যহত রাখার জন্য অনুরোধ জানান ।

পরিশেষে দেশ জাতি ও মানবতার কল্যানে প্রবাসীদেও অবদানের জন্য সৃষ্ঠি কর্তার কাছে দোয়া চেয়ে মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)। বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ২৪ টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn