
সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২৭ মে ২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ মঈনুল ইসলাম মঈন।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ জনাব কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ জাহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব মোঃ মেহেদী হাসান, সাতক্ষীরা নির্বাচন অফিসার জনাব মোঃ হযরত আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব মোস্তফা জামানসহ আরো অনেকে।