বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

 

সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৮ ফেব্রুয়ারির হরতালের সমর্থনে যুবলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বড়চরা বাইপাস সড়কে মিছিলটি বের করা হয়।
সাতক্ষীরা সদরের বকচরা মোড়ের বাইপাস সড়কে অনুষ্ঠিত এ মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান।

সাতক্ষীরা জেলা যুবলীগের মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন, আশাশুনি উপজেলা শ্রমিকলীগ নেতা ঢালী সামসুল আলমসহ শতাধিক নেতৃবৃন্দ ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, এসব ঘটনার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। কোন জায়গায় মিছিল হয়েছে এটা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা শুনেছি যে সাতক্ষীরা জেলা যুবলীগের ব্যানারে একটা মিছিল হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn